শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত নয় এমন কোনো চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিলে বা সনদপ্রাপ্ত হলে চিকিৎসার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এমতাবস্থায় কোনো চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগে ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ও বিএমডিসির স্বীকৃতি আছে কী না তা জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
রোববার (৩ জুলাই) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেনের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএমডিসি স্বীকৃত মেডিকেল অথবা ডেন্টাল কলেজের তালিকা www.bmdc.org.bd ওয়েবসাইটে দেওয়া আছে।
Discussion about this post