নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন (২০২২) মাসের মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) চেক ছাড় হয়েছে। এ মাসের বেতন বাবদ ৭৪৬ কোটি ৩৬ লাখ টাকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৭ জুলাই) পর্যন্ত বেতনভাতার সরকারি এ অংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে তোলা যাবে।
রোববার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে মাউশি অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ২০ শতাংশ দেওয়া হয়েছে। এ অর্থ আটটি চেকের মাধ্যমে নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আগামী ৭ জুলাইয়ের মধ্যে এ অর্থ উত্তোলন করতে হবে।
Discussion about this post