মো. সাইদুল ইসলাম চৌধুরী
সবুজ ক্যাম্পাস বিনির্মাণ ও পরিবেশ বাঁচাতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউনিভার্সিটির বৃক্ষরোপণ কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবং বিএনসিসি প্লাটুনের প্রত্যক্ষ সহযোগিতায় ৬ জুলাই,২০২২ ইংরেজি পর্যন্ত এ কর্মসূচি চলবে।
গত বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে বিকেল ৫টায় ফুল গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় সংকর বড়ুয়া, ১৩ বিএনসিসি ব্যাটেলিয়নের কমান্ডার ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা ও প্লাটুন কমান্ডার পিইউও আতিকুর রহমান।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ফলজ, বনজ, ফুল ও ঔষধিসহ নানা প্রকারের কয়েক হাজার চারা লাগানো হবে বলে জানান উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
Discussion about this post