নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। আজ সোমবার (০৪ জুলাই ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৪৭ কােটি ৪৩ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।বাজেট উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মােহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন। এ সময় উপাচার্য বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাজেট আলােচনায় ট্রেজারার প্রফেসর ড. মােহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বাজেটের নানান দিক তুল ধরে বিস্তারিত আলােচনা করেন এবং প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযাগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, প্রভােস্ট এবং অর্থ ও হিসাব শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজেট উপস্থাপন অনুষ্ঠানটির সার্বিক সহযাগিতায় ছিলাে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা।
Discussion about this post