অনলাইন ডেস্ক
প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীদের উন্নয়নের কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রযুক্তি হলো এগিয়ে যাওয়ার হাতিয়ার। আর বিশ্বজয়ের অন্যতম হাতিয়ার ল্যাপটপ। ইন্টারনেট সংযোগের মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করে এখন এগিয়ে যাচ্ছেন নারীরা। তারা এখন শুধুমাত্র ঘরের কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ঘরের কাজ সামলে আসছেন বাইরে। নিজের জীবন আর সংসারকে সুখি করতে তারা এখন ল্যাপটপ -কম্পিউটার আর ইন্টারনেট সুবিধা ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় দেশের ৬ লাখেরও বেশি ফ্রিল্যান্সারের মধ্যে এখন নারী ৩০ ভাগ।
সোমবার (৪ জলাই) দুপুরে সিংড়া উপজেলা যুব মহিলা লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে মেয়েরা অনেকেই এখন স্বাবলম্বী দাবি করে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। আর এই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, বিষয়টি অনুধাবন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তার নির্দেশে দেশের প্রায় ১৭ হাজার ইউনিয়ন পরিষদে পুরুষের পাশাপাশি একজন করে নারীকে উদ্যোক্তা করা হয়েছে। এতে সাড়ে ৮ হাজার নারী ডিজিটাল সেন্টার পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন।
সিংড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মানসী ভট্টাচার্যের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
যুব মহিলা লীগের পদ প্রত্যাশীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পদ কখনও কাউকে নেতা হতে সহায়তা করে না। বরং সততা, শ্রম, মেধা আর কর্মীর প্রতি ভালোবাসাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নেতা করে তোলে।
Discussion about this post