করোনাভাইরাস মোকাবিলায় সহায়তার হাত বাড়াতে নিজের জার্সি নিলামে তুলেছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। বিক্রিও হয়েছে চড়া দামে, ৬৫ হাজার পাউন্ডে। বাংলাদেশের ক্রিকেটাররাও এমন কিছু করতে পারেন কিনা, তা ভেবে দেখার আহ্বান জানিয়েছিলেন সাকিব আল হাসান। এমন আহ্বানের একদিনের মধ্যেই নিজের ব্যাট নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম।
করোনায় আক্রান্ত দুস্থ মানুষদের সাহায্যের জন্যই প্রিয় ব্যাটটি নিলামে তুলতে চান তিনি। কেবল মুশফিকই নন, অন্য অনেক ক্রিকেটারই নিজেদের জার্সি, ব্যাটসহ ক্রিকেট সামগ্রী নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন।
অবশ্য বাংলাদেশে নিলামের কোনো প্ল্যাটফর্ম না থাকায় এ বিষয়টি নিয়ে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। মুশফিকের বিভিন্ন বিষয় তদারকি করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকোর একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুশফিকের ব্যাট কীভাবে নিলামে উঠানো যায়, আমরা সেই চিন্তা ভাবনা করছি। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ’
এই ব্যাটটি দিয়েই ক্যারিয়ারে এবং বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন। নিলাম প্রসঙ্গে নিবকোর সেই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের দেশে যেহেতু নিলামের সংস্কৃতি নেই। সুতরাং আমরা কীভাবে কী করবো, সেটা নিয়ে ভাবছি। ভালো একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করবো। ব্যাটের মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গুরুত্ব থাকে না। এ কারণে আমরা ভাবছি মূল্যটা কি উন্মক্ত করবো, নাকি ভিত্তিমূল্য ঠিক করে নিলামে তুলবো। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতে পারব।’
মুশফিক ছাড়া আরও অনেক ক্রিকেটারই তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা, ‘শুধু মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার আছেন- এ ব্যাপারে আগ্রহী। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। ই-কমার্স যারা করে, তাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা এটা করতে চাচ্ছি।’
Discussion about this post