শিক্ষার আলো ডেস্ক
এই বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি মাদ্রাসার শিক্ষার্থীরা। বিগত বছরগুলোতে ইউনিট দুটির প্রথম সারিতে মাদ্রাসা শিক্ষার্থীদের আধিক্য দেখা গেলেও এবার তা চোখে পড়েনি।
এ বছর ‘খ’ ইউনিটের সেরাদের সেরায় ছিল না মাদ্রাসার কোন শিক্ষার্থী। তবে ‘ঘ’ ইউনিটের সেরা তিনের মধ্যে (মানবিক বিভাগ) দ্বিতীয় হয়েছেন দারুননাজাত সিদ্দীকিয়া মাদ্রাসা শিক্ষার্থী হাবিবুর রহমান আল হাসান। সংশ্লিষ্টরা বলছেন, হাসানই একমাত্র মাদ্রাসা শিক্ষার্থী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় প্রথম তিনজনের মধ্যে স্থান করে নিয়েছেন।
ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান বলেন, খুবই ভালো লেগেছে। যা ভাষায় প্রকাশ করার মতো না। মা-বাবা ও শিক্ষকদের দোয়ায় তার এই সাফল্য বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করি। তখন মাদ্রাসার এক শিক্ষকের পরামর্শে প্রস্তুতি নেওয়া শুরু করি। তখন থেকে টার্গেট ছিল আমার ভর্তি পরীক্ষা প্রথম হতে হবে, পজিশন করতে হবে। তাছাড়া গতবারের সাফওয়ান (ঘ ইউনিটের প্রথম) ও জাকারিয়াও (খ ইউনিটে প্রথম) অনুপ্রেরণা ছিল। যেহেতু তাদের পরের ব্যাচ ছিলাম আমরা।
এবার এই ইউনিটে প্রথম স্থান (মানবিক বিভাগ) অধিকার করেছেন তানজিদ হাসান আকাশ। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, এবার `খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী নাহনুল কবির নুয়েল। দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া তাসনিম; তৃতীয় হয়েছেন মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী সাবরিন আক্তার কেয়া।
Discussion about this post