নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপন করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে ঢাবির অ্যালামনাইদের সঙ্গে এই উৎসবে যোগ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার (২ জুলাই) যুক্তরাজ্যে বসবাসরত ঢাবির অ্যালামনাইদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
ভার্চুয়াল এ সভার প্রশ্নোত্তর পর্বে ঢাবিতে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে যুগোপযোগী বিষয় অন্তর্ভূক্তিকরণ, মেধার মূল্যায়নের ক্ষেত্রে ভর্তি পদ্ধতির সংশোধন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ঢাবির সনদ গ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়া, অনলাইনে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোর্স নম্বরের পাশাপাশি বিষয়ের নাম উল্লেখ করা, প্রত্যেক শিক্ষার্থীর জন্য লাইব্রেরিতে কম্পিউটার ব্যবহার নিশ্চিত করে নিজস্ব ইমেইল আইডি দেওয়া, লাইব্রেরিকে শুধু বিসিএসের প্রস্তুতির জন্য ব্যবহার না করে প্রকৃত জ্ঞানচর্চার স্থান হিসেবে গড়ে তোলা ও বিষয়ভিত্তিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন আলোচকরা।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ম্যানেজমেন্টের সদস্য ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, পলি জাহান ও মহসিন উদ্দীনসহ সিনিয়র অ্যালামনাইরা।
‘অক্সফোর্ড দ্য ইষ্ট ও ওয়েষ্ট’ শিরোনামের ভার্চুয়াল এ আলোচনায় অংশ নেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র উপদেষ্টা ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক ড. আবদুল হান্নান, মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাম্মেল আলী, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ইউনিভার্সিটি অব লিংকনের সহযোগী অধ্যাপক ড. মাহফুজ রহমান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রধানমন্ত্রীর স্কলারশিপপ্রাপ্ত ঢাবির শিক্ষক মিজানুর রহমান, কমনওয়েলথ স্কলার নাদিরা নাজনিন রাখী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অক্সফোর্ড স্কলার অমৃতা পন্ডিত, ঢাবির সহযোগী অধ্যাপক সৈয়দ মাসুদ রেজা, মিডলসেক্স ইউনির্ভসিটির প্রভাষক ড. মানজিদা আহাম্মেদ। অনুষ্ঠানের অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মাসুদ কামাল।
Discussion about this post