ক্যারিয়ার ডেস্ক
দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জলবায়ু কার্যক্রম বিষয়ক এক বছর মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এর সহযোগীতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের নাগরিকরা অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ১৫ জুলাই। মোট ১০০ জনকে এ সুযোগ দেয়া হবে। সম্প্রতি ঢাকার মার্কিন দুতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়।
মার্কিন দুতাবাস থেকে বলা হয়, আপনি কি জলবায়ু সংরক্ষণ যোদ্ধা? আপনি কি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের অংশগ্রহণকারীদের সাথে জলবায়ু সংরক্ষণ বিষয়ে চমকপ্রদ এক চ্যাম্পিয়ন কার্যক্রমে অংশ নিতে চান? এক বছর সময় জুড়ে তিনটি সম্মেলন, বিজ্ঞ ব্যক্তিগণের অধীনে একটি নিবিড় তত্ত্বাবধান কার্যক্রম ও একটি ক্ষুদ্র অনুদান কর্মসূচির মাধ্যমে আপনি হতে পারেন ১০০ জন ব্যক্তির অন্যতম যাদের নিয়ে গঠিত হবে এমন একটি সম্প্রদায় যারা দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জলবায়ু কার্যক্রমের একটি সমন্বিত রূপকল্প তুলে ধরবেন।
আবেদন করুন এখানে
Discussion about this post