খেলাধূলা ডেস্ক
গত রোববার( ১০ জুলাই ) রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত ছিল তামিম ইকবালের। মাত্র ১৫০ রানের লক্ষ্যে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন টাইগার অধিনায়ক। দুর্ভাগ্যবশত রানআউটে কাঁটা পড়ার আগে মাত্র ২৫ বলে চারটি চার ও এক ছয়ে করেছেন ৩৩ রান।
এই ইনিংস খেলার পথে হাঁকানো একমাত্র ছক্কার সুবাদে অন্যরকম এক সেঞ্চুরিও হয়ে গেছে দেশসেরা ওপেনারের। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১০০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অ্যান্ডারসন ফিলিপের বলে ফাইন লেগে ছক্কা মেরে এ মাইলফলক স্পর্শ করেছেন তামিম।
বাংলাদেশের পক্ষে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ছক্কা রয়েছে মুশফিকুর রহিমের। এছাড়া অন্তত ৫০টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৭২) ও মাশরাফি বিন মর্তুজা (৬২)। সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৬ ছক্কা হাঁকিয়েছেন।
ওয়ানডের মতো তিন ফরম্যাট মিলেও ছক্কার হিসেবে বাংলাদেশের অন্য সবার চেয়ে এগিয়ে তামিম। তিন ফরম্যাট মিলে তামিমের মোট ছক্কা ১৮৪টি। এ তালিকায় দুইয়ে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ১৫৯ ছক্কা নিয়ে। তিন ফরম্যাট মিলে অন্তত ১০০ ছক্কা রয়েছে মুশফিক (১৫৩), সাকিব (১০৯) ও মাশরাফির (১০৭)।
Discussion about this post