শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম পরীক্ষার পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার( ১২ জুলাই ) নরওয়ের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা পরীক্ষা চলে।
অসলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র সিলোরভিয়েন–২ হলে এ পরীক্ষা হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, সংখ্যাতত্ত্ব ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করেন প্রতিযোগীরা। একইভাবে গতকাল প্রথম দিনের পরীক্ষায় তিনটি সমস্যা সমাধান করতে হয়েছিল। সব মিলিয়ে ছয়টি সমস্যা সমাধান করতে দেওয়া হয়েছে দুই দিনে।
আগামীকাল থেকে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে। প্রতিটি উত্তরপত্র আলাদাভাবে প্রতিযোগী দেশের দলনেতা ও আয়োজকদের পক্ষে একদল মূল্যায়নকারী মূল্যায়ন করবেন। এরপর উভয় পক্ষের সম্মতিতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত করা হবে। ১৫ জুলাই ফলাফল ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের আয়োজনের।
গত রোববার নরওয়ের স্থানীয় সময় বেলা তিনটায় অসলো কনসার্ট হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের সূচনা হয়।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুধু গণিতের সমস্যা সমাধানই নয়, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার অংশ হিসেবে আগামীকাল বুধবার অংশগ্রহণকারীদের জন্য থাকছে নরওয়ের বিখ্যাত সব জাদুঘর পরিদর্শনের সুযোগ।
টেকনিক্যাল মিউজিয়াম, স্কি মিউজিয়াম, নরওয়ের জাতীয় জাদুঘরসহ নানা জায়গায় যাবেন শিক্ষার্থীরা। বিকেলে অসলো সিটি হলে মেয়রের একটি আয়োজনে অতিথি হবেন সব অংশগ্রহণকারী। প্রতিবছর ১০ ডিসেম্বর বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে এই হলে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।
Discussion about this post