শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে এবং সহজ.কম দ্বারা যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
গত বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে টানা সাত দিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তিনি। পরে তার সঙ্গে যোগ দেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়া আহসান এবং আইভী আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন রুবেল ও কাজী আশিকুর রহমান, গভমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হোম ইকোনমিক্সের ফারহানা রাহাসহ আরো কয়েকজন শিক্ষার্থী।
যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে ততদিন এখানে অবস্থান করে যাবেন জানিয়ে মহিউদ্দিন রনি বলেন, আমি রেলওয়ের সমস্যার শেষ দেখতে চাই। আল্লাহ ভরসা, দৃঢ়চিত্তে বলছি সমাধান করেই তবে বাড়ি ফিরব। শুরুতে আমি একা দাঁড়ালেও এখন আমার পাশে আমার কয়েকজন ভাই-বোন দাঁড়িয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। প্রকাশ্যে-অপ্রকাশ্যে এখান থেকে সরে যেতে আমাকে হুমকিও দেওয়া হচ্ছে, তবে আমরা আমাদের প্রতিবাদে অনড়।
তিনি বলেন, আমার অবস্থানের কারণে গত ৯ জুলাই আমাকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে আমরা রেলের কর্মকর্তাদের গোলাপের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছি। যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে ততদিন আমিসহ আমার সঙ্গে সংহতি প্রকাশকারীরা এখানে অবস্থান করে যাব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসার অনুরোধ করছি।
অবস্থানকারীদের ৬ দফা দাবি হলো-
১. টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।
৩. অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
৪. যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে।
৬. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
Discussion about this post