নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সিলেটের বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সবকিছু ঠিক থাকলে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগস্টে। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর সূত্র মতে, এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে। কারণ, এই দুই পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয়। এতে এসএসসি ও এইএসসির মাঝে দুই মাসের যে বিরতির প্রয়োজন, সেটি সম্ভব হবে।
চলতি বছরের এসএসসি ও এইচএসসির পূর্বের সম্ভাব্য তারিখ অনুযায়ী, এসএসসি পরীক্ষা হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা হবে ২২ আগস্ট। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী রবিবার (১৭ জুলাই) দুপুর ১ টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে।
Discussion about this post