নিজস্ব প্রতিবেদক
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী জাহিদ হাসানের ভার্চ্যুয়াল বক্তব্যের মাধ্যমে বৃহস্পতিবার( ১৪ জুলাই ) সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হচ্ছে দুই দিনের আন্তর্জাতিক কলোকিয়াম। ‘ইন্টারন্যাশনাল কলোকিয়াম অন অথেন্টিক সায়েন্টিফিক পাবলিকেশন্স’ নামের এ আয়োজনের উদ্যোক্তা ন্যাশনাল ইয়ং একাডেমি অব বাংলাদেশ (এনওয়াইএবি)।
বিজ্ঞানী জাহিদ হাসানের সূচনা বক্তব্যের পর ফিজিক্যাল সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স শিরোনামে তিনটি প্যারালাল সেশনে গবেষকেরা তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রতি সেশনে ভারত ও বাংলাদেশ থেকে দুজন করে চারজন বিচারক গবেষণা প্রবন্ধের মান ও উপস্থাপনা মূল্যায়ন করে সেরাদের মনোনীত করবেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসাসংক্রান্ত একাডেমিগুলোর বৈশ্বিক নেটওয়ার্ক ইন্টার-একাডেমি পার্টনারশিপের অনুদানের আওতায় এ কলোকিয়ামের আয়োজন করা হয়েছে বলে জানান এনওয়াইএবির প্রেসিডেন্ট ও বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল বাছিত।
প্রথম দিনের ভার্চ্যুয়াল আয়োজনের পর আজ শুক্রবার (১৫ জুলাই) দিনভর বুয়েটে তরুণ গবেষকেরা তাঁদের গবেষণা তুলে ধরবেন। প্রথম সেশনে থাকবে চারটি ভিন্ন বিষয়ের পোস্টার প্রেজেনটেশন। পোস্টার প্রেজেনটেশনের পর মুক্ত আলোচনায় তরুণ গবেষকদের পোস্টারে প্রদর্শিত তাঁদের গবেষণা কীভাবে সঠিক জার্নালে প্রকাশ করবেন এ বিষয়ে বিচারকেরা সম্যক ধারণা দেবেন।
বিকেল তিনটায় রয়েছে দুটি নিবন্ধ উপস্থাপন। কোন ধরনের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করা উচিত ও কোন ধরনের জার্নালে উচিত নয়, সেটি নিয়ে বক্তব্য দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ শামস বিন তারিক এবং প্রকাশনায় নৈতিকতা বিষয়ে বক্তব্য দেবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের শিক্ষক ড. হাসীব মুহাম্মদ ইরফানুল্লাহ।
বিকেল পাঁচটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি ও ইউজিসি অধ্যাপক হাসিনা খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং বুয়েটের সহ–উপাচার্য আবদুল জব্বার খান। প্রধান অতিথি হিসেবে থাকবেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। সমাপনী অনুষ্ঠানে উপস্থাপিত নিবন্ধ ও পোস্টারের সেরা গবেষকদের পুরস্কৃত করা হবে।
Discussion about this post