শিক্ষার আলো ডেস্ক
ক্লার্ক গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রাম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে ক্লার্ক গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রাম। একজন শিক্ষার্থীকে এই প্রোগ্রামের আওতায় ৪ বছরের জন্য প্রতি বছর ১৫ হাজার থেকে ২৫ হাজার ডলার স্কলারশিপ সুবিধা দেওয়া হবে। যা নির্ভর করবে একাডেমিক সাফল্যের ওপর।।
আবেদন- https://scholarshiproar.com/clark-global-scholarship-program/?amp
ইয়েল ইউনিভার্সিটি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন ইউনিভার্সিটির অনেক বিদেশি স্নাতক ছাত্রকে স্কলারশিপ দেওয়া হয়, যা টিউশন, থাকার ব্যবস্থাসহ অনেক সুবিধা দিয়ে থাকে। এই স্নাতক বৃত্তিগুলো আর্থিক প্রয়োজনের ভিত্তিতে প্রদান করা হয়।
https://admission.princeton.edu/academics/faculty-profiles/eric-wieschaus
ডিউক বিশ্ববিদ্যালয়
ডিউক ইনস্টিটিউশন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই ইউনিভার্সিটি স্নাতক ছাত্রদের সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে, সেই সঙ্গে মাস্টার্স এবং পিএইচডির জন্য ফেলোশিপ প্রদান করে।
https://ousf.duke.edu/merit-scholarships
Discussion about this post