নিজস্ব প্রতিবেদক
দেশে উচ্চশিক্ষার বিস্তার ও গবেষণার মানোন্নয়নে কাজ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সমন্বয়ে গঠিত স্থায়ী কমিটি।
রোববার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে আয়োজিত কমিটির দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে উচ্চশিক্ষার বিস্তার ও মানোন্নয়নে এই কমিটি সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া এ কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়নে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করবে।
সভায় ইউজিসির সদস্য ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের লিগ্যাল ডকুমেন্ট হলো- এই ফ্রেমওয়ার্ক। আজকের সভায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিএনকিউএফ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় বিএনকিউএফের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া ও এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আরও জানানো হয়, দেশে সব ধরনের শিক্ষাব্যবস্থার দক্ষতা নিশ্চিতকরণ ও যাচাইয়ের জন্য বিএনকিউএফ অনুমোদন দিয়েছে সরকার। এই ফ্রেমওয়ার্কে দেশের সব শিক্ষাব্যবস্থাকে দুটি অংশের মাধ্যমে মোট ১০ ধাপে ভাগ করে একীভূত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের কাজ করা হবে।
উচ্চশিক্ষা স্তরে এই ফ্রেমওয়ার্কের সুষ্ঠু বাস্তবায়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কাজ করে যাচ্ছে।
সভায় ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. গোলাম শাহি আলম, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও কাউন্সিলের সচিব প্রফেসর এ কে এম মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Discussion about this post