নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, গণিত, পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ ও ৩ আগস্ট (মঙ্গল ও বুধবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ও বুধবার এক শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩১ জুলাই (রোববার) ‘সি’ ইউনিট দিয়ে জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে। এর পরদিন ১ আগস্ট (সোমবার) সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গল ও বুধবার ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, গণিত, পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি যথা সম্ভব বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, ১ম শিফটের পরীক্ষা শুরু সকাল ৯.০০-১০.০০ টা, ২য় শিফট ১০.২৫-১১.২৫, ৩য় শিফট ১১.৫০-১২.৫০, ৪র্থ শিফট ১.৫০-২.৫০, ৫ম শিফট ৩.১৫-৪.১৫, ৬ষ্ঠ শিফট বিকাল ৪.৪০ থেকে শুরু হয়ে ৫.৪০ পর্যন্ত চলবে।
এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post