সোমবার (১৮ জুলাই) জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জাবির জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট সাতটি শিফটে অনুষ্ঠিত হবে। আগামী ৩ আগস্ট (বুধবার) মোট পাঁচটি শিফটে এবং আগামী ৪ আগস্ট (বৃহস্পতিবার) তিনটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ১১ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post