শিক্ষার আলো ডেস্ক
রোবোট্রনিক্স ২.০ প্রতিযোগিতায় রোবো রেসলিং বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম এবং কানিজ মহোসিনা তাবাসসুম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ জুলাই) এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মদক্ষতা বিকাশে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে এআইইউবি’র ট্রিপল-ই বিভাগের দুই শিক্ষার্থী রোবো রেসলিং বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেন।
রোবো রেসলিং ছাড়াও রোবট সম্পর্কিত মাড রোভার, স্পিড ব্যাটেল, পোস্টার উপস্থাপনা, প্রোজেক্ট শোকেসিংসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এআইইউবি’র চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
Discussion about this post