শিক্ষার আলো ডেস্ক
প্রথমবারের মতো আমাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রাফসান জনি অন্তর। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।
লুক্সেমবার্গে আমাজনের ইউরোপিয়ান হেড কোয়ার্টারে ‘বিগ ডাটা বেসড আরএন্ডডি’তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন বলে মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন একই বিভাগের অধ্যাপক শামীম আহমেদ।
অধ্যাপক শামীম আহমেদ বলেন, অন্তর নিজেই আমাকে ফোন করে জানিয়েছে সে লুক্সেমবার্গে আমাজনের ইউরোপিয়ান হেড কোয়ার্টারে ‘বিগ ডাটা বেসড আরএন্ডডি’তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ পেয়েছে।
এ বিষয়ে রাফসান জনি অন্তর বলেন, প্রথমবারের মতো প্রথম কিছু হলে সেটা একটা আলাদা ভালোলাগা। আমার এ সফলতার পেছনে আমার পরিবার এবং আমার শিক্ষকদের অবদান অনস্বীকার্য। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।
উল্লেখ্য, রাফসান জনি অন্তর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক শেষ করে স্যামসাং বাংলাদেশ- এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দিয়েছিলেন। খুব অল্প সময়েই তিনি সেখানে নিজের মেধা আর দক্ষতার প্রমাণ রাখতে সক্ষমও হয়েছিলেন।
Discussion about this post