নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে “মাসব্যাপী রোবটিক্স সামার ক্যাম্প ২০২২” উদ্বোধন হলো গত রবিবার (১৭ জুলাই)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. রাশেদ মুস্তাফা,।
তিনি রোবট আর রোবটিক্সের ইতিহাস তুলে ধরেন এবং আইটি সেক্টরের মাধ্যমে পৃথিবীতে যে বিস্ময়কর বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা উল্লেখ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্সি মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের ক্যাম্প যে কতটা গুরুত্ব বহন করে তা বলাই বাহুল্য।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, “পৃথিবীটাকে যদি তোমরা সুন্দর করে গড়তে চাও তাহলে তোমাদের মেধাকে বিকশিত করতে হবে সৃষ্টিশীল কাজে।”
ক্যাম্পে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সাইদ বিন ওসমান, হেড অফ রোবটিক্স ডিপার্টমেন্ট, আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
রোবট ও রোবটিক্স সম্পর্কে তিনি শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন এবং বিভিন্ন কাজে রোবটের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে কতটা সহজ করে দিচ্ছে তাও উল্লেখ করেন।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান বিন সবুর, কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল ই. ইউ. এম. ইনতেখাব প্রধান অতিথির হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মাসব্যাপী রোবটিক্স সামার ক্যাম্প ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post