নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ সময় ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ছাত্রাবাসে থাকতে হলে টাকা দিতে হবে বলে জানিয়েছে মেস মালিক সমিতি।
বুধবার (২০ জুলাই) রাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আয়োজনে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, নগরীর ছাত্রাবাসে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছাত্রবাসগুলোতে সম্পূর্ণ ফ্রিতে রাখা হবে। তবে তাদের সঙ্গে আসা অভিভাবকদের থাকতে টাকা দিতে হবে। এক্ষেত্রে টিনশেড বা আধাপাকা ছাত্রাবাসে প্রতিজন ৩০০ টাকা ও পাকা ভবনে প্রতিজন ৫০০ টাকা দিয়ে থাকতে পারবেন।
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে সারাদেশে সুনাম রয়েছে। ২৫ জুলাই থেকে ২৭ জুলাই অনুষ্ঠিতব্য রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু, অভিভাবকসহ প্রায় তিন লাখ মানুষের আগমন ঘটবে। সবার সার্বিক সহযোগিতায় এবারও রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। নগরীতে যারা আসবেন, তারা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় সভায় রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামও বক্তব্য দেন। তারা বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাবি কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি নিয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে বিপুল সংখক মানুষের আগমনের বিষয়টি মাথায় রেখে সার্বিক দিক সমন্বয়ে রাসিকের গৃহীত উদ্যোগের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবো বলে আশা করি।
Discussion about this post