অনলাইন ডেস্ক
চতুর্থ শিল্পবিপ্লবের সক্ষমতা অর্জনে কুমিল্লা জেলায় রোবটিক্স, প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং খাতকে সমৃদ্ধ করার জন্য বিভন্ন উদ্যোগ গ্রহণ করায় তাদের এই সম্মাননা দেয়া হয়। তাদের নেয়া উদ্যোগের মধ্যে জেলাপ্রশাসক কার্যালয়ে মিনি ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাবল্যাব) স্থাপন, জেলায় উপজেলা পর্যায়ে ৯৪টি রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাব গঠন, প্রশিক্ষণের মাধ্যমে ১২০০ এর অধিক খুদে প্রোগ্রামার ও ১০০০ ফ্রিল্যান্সার তৈরি উল্লেখযোগ্য।
আজ শনিবার (২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে তাদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতালি দিয়ে প্রত্যেককেই উজ্জীবিত করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে একই অনুষ্ঠানে ‘জনসেবায় উদ্ভাবন’ ক্ষেত্রে দলগতভাবে পদক পেলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও সুরক্ষা ডেভেলপার ইউনিটকেও এই পুরস্কার দেয়া হয়। ডেভেলপার ইউনিটের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার মোঃ হারুন অর রশিদ।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি এইএম আশিকুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন।
Discussion about this post