শিক্ষার আলো ডেস্ক
হজকিন্স ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি। চিকিৎসকের পরামর্শ মতে এ ক্যান্সারের চতুর্থ স্টেজে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা ইফতির চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা।
বইয়ের স্টল ‘অদম্য’তে অবস্থান নেওয়া নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে স্টলে প্রায় আড়াইশর অধিক নতুন ও পুরাতন বই সাজিয়ে রাখা হয়েছে। তারা শিক্ষক, শিক্ষার্থীদের কাছে এ বইগুলো বিক্রি করছেন। শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অনেকেই এসে এ স্টল থেকে এসে বই সংগ্রহ করছেন।
ইফতির সহপাঠী মো. রাকিব আহমেদ বলেন, বইমেলার জন্য আমাদের বিভাগের সিনিয়র, জুনিয়ররা মিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন মেসে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করছেন। প্রথমদিন অনেকেই স্বেচ্ছায় এ বইমেলার জন্য বই প্রদান করেছেন। আমরা বই সংগ্রহে বাকি হলগুলোতেও যাব। এছাড়া বইমেলার জন্য অনেকেই যারা সিলেট থেকে দূরে অবস্থান করছেন তারা কুরিয়ারের মাধ্যমেও বই পাঠাচ্ছেন বলে জানান তিনি।
ইফতির আরেক সহপাঠী ইশরাত জাহান প্রিমা বলেন, বইমেলার প্রথম দিন বই বিক্রি করে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। আমাদের এ বইমেলা চলমান থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আমাদের স্টল থাকবে।
যে কেউ চাইলেই এখানে তাদের পছন্দমতো বই প্রদান করতে পারবেন এবং এখানে এসে বই কিনতে পারবেন। আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমেও বই পাঠানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া কেউ যদি চান তাহলে তারা এখানে ইফতির চিকিৎসায় অর্থ প্রদান করতে পারবেন। বই বিক্রির সব অর্থ ইফতির চিকিৎসায় ব্যয় করা হবে। এছাড়া আমাদের বিভাগের শিক্ষকরা প্রতিনিয়ত এসে খোঁজখবর নিচ্ছেন। তারা আমাদের সব ধরনের সহযোগিতা করছেন। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।
এদিকে ইফতির সর্বশেষ অবস্থা সম্পর্কে তার বন্ধুরা বলেন, তার শারীরিক অবস্থা কখনো ভালো আবার কখনো খারাপ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কেমোথেরাপি দেওয়ার কারণে গত দুই-তিন দিন আগে তার মুখ এবং শরীরের অন্যান্য অঙ্গ ফুলে গিয়েছিল। বর্তমানে ফুলা কমে স্বাভাবিক অবস্থায় আছে বলে জানান তারা।
ইফতির চিকিৎসায় সহযোগিতা করতে নিম্নোক্ত অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট- নাম. নুরুল আম্বিয়া, অ্যাকাউন্ট নাম্বার ৫৬৩২৫০১০০৯৬১৮, সোনালী ব্যাংক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট। ডিবিবিএল অ্যাকাউন্ট- নাম. আজিজুল ইসলাম, অ্যাকাউন্ট নাম্বার- ২০১১০৫১১৫৯৪, আম্বরখানা শাখা, সিলেট।
Discussion about this post