অনলাইন ডেস্ক
ইন্টারনেটের এই যুগে রাউটার যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার কোনো অপেক্ষা রাখে না। বাসা-বাড়ি কিংবা অফিসে ওয়াই-ফাই দিয়ে কত বেশিসংখ্যক ডিভাইস কানেক্ট করা যায়, সে বিষয়টি খুব লক্ষ রাখতে হয়। সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাই নিজেদের বিবেচনা অনুযায়ী রাউটার দিয়ে থাকেন। তবে নিজে যা ব্যবহার করবেন তা নিয়ে স্পষ্ট ধারণা থাকলে কোনো কিছু কিনে আপনাকে ঠকতে হবে না।
যেভাবে ভালো রাউটার বেছে নেবেন
- রাউটারটি আপনার আইএসপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, দেখে নিন।
- রাউটারটি আপনার ইন্টারনেট স্পিড সাপোর্ট করে কি না, তা বিবেচনা করতে হবে।
- রাউটারে মাল্টি-কোর প্রসেসর এবং কমপক্ষে ১২৮ এমবি র্যাম থাকতে হবে।
- সিঙ্গেল ব্যান্ড রাউটার না কিনে ডুয়েল বা ট্রাই ব্যান্ড রাউটার কিনুন।
- যে রাউটারটি কিনছেন সেটির স্মার্টফোন অ্যাপ আছে কি না, তা নিশ্চিত করুন।
- রাউটারটির ইউএসবি পোর্ট আছে কি না দেখে নিন, বিশেষ করে ইউএসবি ৩ দশমিক শূন্য।
- স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য রাউটারটি উপযুক্ত কি না, তা দেখে কিনুন।
- মেশ ওয়াই-ফাই সাপোর্ট করে এমন রাউটার কিনুন।
- রাউটারে ভিপিএন, অ্যান্টিভাইরাস, ফায়ার ওয়ালসহ অন্যান্য অ্যাডভান্সড ফিচার আছে কি না তা দেখে নিন।
- যে রাউটারটি কিনতে চাইছেন, সেটির স্পিড অনলাইনে যাচাই করে নিন।
Discussion about this post