বিনোদন ডেস্ক
এই অ্যালবামহীনতার যুগে একসঙ্গে প্রকাশ হলো জোড়া অ্যালবাম। তাও আবার সাজানো হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা দিয়ে।
দুটো অ্যালবামেই কণ্ঠ দিয়েছেন জান্নাতে রোম্মান তিথি। গানের অ্যালবামটির নাম ‘মনে রাখার দিন’ এবং গান ও কবিতার যুগলবন্দি ‘যদি আর বাঁশি না বাজে’। ২২ জুলাই, সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে অ্যালবাম দুটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হাসান খান ঝন্টু।
কাজী নজরুল ইসলামের বিভিন্ন আঙ্গিকের দশটি গান নিয়ে সাজানো হয়েছে ‘মনে রাখার দিন’ অ্যালবামটি। সংগীতায়োজন করেছেন অম্লান হালদার। নজরুলের গান ও কবিতার যুগলবন্দি ‘যদি আর বাঁশি না বাজে’ অ্যালবামে রয়েছে জান্নাতে রোম্মান তিথির কণ্ঠে চারটি গান এবং কবির কিরণের চারটি কবিতা আবৃত্তি।
অ্যালবামের মোড়ক উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা কথন পর্ব, শিল্পী কথন পর্ব এবং অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও প্রদর্শনী। সবশেষে সংগীত পরিবেশন করেন শিল্পী জান্নাতে রোম্মান তিথি।
Discussion about this post