নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে। এদিন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ওয়েবসাইটে কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার।
তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে কেন্দ্র দেখতে পারবেন।
প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছের কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post