নিজস্ব প্রতিবেদক
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক। ২০২১ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য কুয়েটের সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই পূর্বক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. গোলাম কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন- কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রফিজুল ইসলাম, প্রফেসর ড. এইচ এম ইকবাল মাহমুদ, প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্ল্যাহ, সহযোগী অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার, সহকারী অধ্যাপক মো. নাজমুল হক, বিইসিএম বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক হোসেন খন্দকার, গণিত বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, ইইই বিভাগের প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আরাফাত হোসেন, সহকারী অধ্যাপক প্রতীক চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. জান্নাতুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. সাকিব হাসান খান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সুনন্দ দাস, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইবতিদাউল করিম, এমএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপায়ন মণ্ডল, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম, সহকারী অধ্যাপক তুহিন কুমার দে, সহকারী অধ্যাপক মো. অনিক হাসান, সহকারী অধ্যাপক সোফিয়া পায়েল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জয় সরকার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় এবং আইডিএম এর সহকারী অধ্যাপক মো. রিয়াদ হোসেন।
এ সময় অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইইই বিভাগের প্রফেসর ড. মো. আরাফাত হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সোফিয়া পায়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
Discussion about this post