নিজস্ব প্রতিবেদক
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নে কোনো ভুল আছে কিনা তা যাচাই করে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি সূত্রে জানা গেছে, গত বুধবার ৪৩তম বিসিএসের গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রশ্নে ভুল ছিল বলে জানান প্রার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয় চাকরিপ্রার্থীরা। তাদের বিষয়টি নজরে আসে পিএসসির। এর প্রেক্ষিতেই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন এমন একজন সদস্য গণমাধ্যমকে বলেন, পিএসসি প্রশ্ন তৈরি করে না। এমনকি কোন প্রশ্ন পরীক্ষায় এসেছে সেটি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত জানে না পিএসসি। এর জন্য আলাদা একটি কমিটি রয়েছে। এই কমিটিই সবকিছু করে থাকে।
যেহেতু ৪৩তম বিসিএসের একটি বিষয়ের প্রশ্নের মান নিয়ে ও প্রশ্নে ভুল আছে বলেও চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলেছেন তাই আমরা প্রার্থীদের এসব অভিযোগ খতিয়ে দেখব। প্রশ্নে যদি কোনো ভুল থাকে তাহলে এরজন্য যেন তাদের নাম্বার কাটা না হয় সে বিষয়টিও দেখা হবে।
Discussion about this post