শিক্ষার আলো ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী প্রথম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (আইসিআইসিটিডি ২০২২)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাইথ এশিয়ান ইউনিভার্সিটি, ইন্ডিয়া এর প্রফেসর ড. জগদিশ চান্দ বানশাল, কনফারেন্সের জেনারেল চেয়ার প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, কনফারেন্সের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মনির হোসেন। অনুষ্ঠানে কি-নোট সেশন-১ এ স্পিকার ছিলেন (ভার্চ্যুয়ালি) ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি, ইউএসএ এর প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশিদ।
২৯-৩০ জুলাই দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৪৩ ওরাল সেশন, পাঁচটি কি-নোট স্পিচ, তিনটি ইনভাইটেড টকস, একটি সেমিনার ও তিনটি পেরালাল ওরাল সেশন অনুষ্ঠিত হবে। কনফারেন্সে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করছেন।
Discussion about this post