নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি ) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৩ হাজার ভর্তিচ্ছু। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এই আবেদন।
ঢাবির অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করেছেন ৬৩ হাজার শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান অনুষদে আবেদন করেছে ২৪ হাজার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২৩ হাজার এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদে আবেদন করেছেন ১৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকৃতদের মধ্যে প্রায় পাঁচ হাজার ভর্তিচ্ছু এখনো আবেদন ফি জমা দেননি।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে সাত কলেজে সর্বমোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।
Discussion about this post