নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ‘সি’ ইউনিটের ফলাফল আগামী ১ আগস্টের মধ্যেই প্রকাশের চেষ্টা চলছে।
এ বিষয়ে রাবি ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক আবদুল আলিম জানান, তারা অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান। তবে তা হতে হবে নির্ভুল। তারা সর্বাত্মক সতর্ক রয়েছেন। ভর্তি পরীক্ষার ফলাফলে যাতে কোনো যান্ত্রিক ত্রুটিজনিত ভুল না হয়, সেজন্য তারা যাচাই-বাছাই করছেন। সব কাজ শেষ হলেই ফল প্রকাশ করা হবে।
Discussion about this post