মতিউর তানিফ
শিক্ষা ও পারস্পারিক গবেষণা বিনিময়ের লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি ও ভারতের গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১ আগস্ট) গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও গুজরাট ল’ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাঞ্জিব সান্তাকুমার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় গ্রিন ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান ড. পারভেজ আহমেদ এবং আইন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সমঝোতা চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান আইন বিভাগ সংশ্লিষ্ট যৌথ গবেষণা, বিভিন্ন প্রকাশনা ও অন্যান্য একাডেমিক উপকরণ এবং ছাত্র-শিক্ষক বিনিময় করতে পারবে। সাক্ষাৎকালে তাঁরা যৌথভাবে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, কনফারেন্স আয়োজন, শিক্ষার পরিবেশ ও গবেষণার উন্নয়নে সুযোগ সৃষ্টিসহ পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কাজ করবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক গ্রিন ইউনিভার্সিতে আসা এবং এর সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করায় গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি টিমকে আন্তরিক ধন্যবাদ জানান।
ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ কার্যক্রম গ্রহণে উভয় প্রতিষ্ঠান সম্মত হয়েছে। চুক্তির আওতায় আইন বিষয়ে মানসম্মত শিক্ষা বজায়ের লক্ষ্যে ছাত্র-শিক্ষক বিনিময়ের মত বিষয় যেমন থাকবে, তেমনি লজিস্টিক সাপোর্ট প্রদানেও দুই প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা প্রদানে কাজ করবে।
Discussion about this post