নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তিতে ১ লাখ ৪ হাজার ৩৬৫ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, গত ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলে এই আবেদন প্রক্রিয়া চলমান ছিল।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘২০২১-২২ শিক্ষাবর্ষে সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য নির্ধারিত সময়ে মোট এক লাখ চার হাজার ৩৬৫টি আবেদন জমা হয়েছে।’
তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গেটওয়েতে পেমেন্ট নিশ্চিত হওয়ার পর এর পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।
জানা গেছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ৩৯ হাজার ৫৯১টি, বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ২৬ হাজার ১৪৭টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ৩৮ হাজার ৬২৭টি আবেদন জমা পড়েছে। এদিকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে মোট ২১ হাজার ৫১৩টি আসন রয়েছেন। সেই হিসেবে এবার সরকারি সাত কলেজের তিন বিভাগে প্রতি আসনের বিপরীতে চার দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ প্রায় ৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Discussion about this post