নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করার অভিযোগ করেছিল ভর্তিচ্ছুরা। এই অবস্থায় ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে সেটি নিয়ে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
যদিও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত (এইচএসসি) সিলেবাসের আলোকে হয়েছে বলে দাবি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। আর সামনের ভর্তি পরীক্ষাও একই সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।
গত শনিবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ৫৭টি উপকেন্দ্রে একযোগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি আমরা আগেই জানিয়েছি। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post