নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার ( ৪ আগস্ট ) বিকালে প্রকাশিত হয়েছে। তবে ফলাফল নিয়ে যারা অসন্তুষ্ট তারা ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। নির্ধারিত ফি জমা দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা নির্ভুলভাবে ফল তৈরি করেছি। এরপরও যদি কারো ফল নিয়ে অসন্তোষ থাকে তাহলে তিনি ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। ফল পুনর্নিরীক্ষার পরও যদি তিনি অসন্তুষ্ট থাকেন তাহলে আমরা তার ওএমআর শিট তাকে দেকিয়ে দেব।
Discussion about this post