নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি ) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির এমসিকিউ পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। এমসিকিউ শেষে ‘এ’ ইউনিটের কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট সকাল ৯-১০টা ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট ১১-১২ টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা যথাক্রমে আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় আগামী ৭ আগস্ট জানা যাবে।
Discussion about this post