নিজস্ব প্রতিবেদক
দেশে সীমিত পর্যায়ে গণপরিবহন চালু ও লকডাউন শিথিল হলে আগামী ১৫ থেকে ২০ মে’র মধ্যে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে। ফল প্রকাশিত হলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ১ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তিও হতে পারবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শিক্ষা সচিব মাহাবুব হোসেনের সঙ্গে সারাদেশের ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টদের ভিডিও কনফারেন্সে এই সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিটিং শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে আরও জানান, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন ঘোষিত হওয়ায় সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এজন্য শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের নিয়ে অনলাইনে মিটিং করা হয়। মিটিংয়ের সম্ভাব্য সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসি পরীক্ষা আগামী ৩১ মে শুরু হবে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করা হবে। আর ফলাফল এই বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। এছাড়া জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হবে। আর ৩০ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।’
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। তবে করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতায় এবার এসএসসির ফল নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব হয়নি।
ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহের নোটিশ দিয়ে ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহের সময় দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। ঘোষিত তারিখে ফল প্রকাশ করা হবে। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।
তিনি আরও বলেন, ‘এসএসসি পরীক্ষার রেজাল্ট পোস্ট অফিসের মাধ্যমে ৯৫ শতাংশ শিক্ষা বোর্ডে এসে গেছে। বাকি ৫ শতাংশ এসে পৌঁছালে রেজাল্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের জেএসসি বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের ফলাফল অনলাইনের মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে।’
Discussion about this post