শিক্ষার আলো ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফেরত আসেন। এরপর নানা জটিলতার কারণে তারা আর চীনে ফিরতে পারেননি। অবশেষে সেই বাঁধা কাটিয়ে আবারো চীনে ফেরত যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশে এসেছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ের কর্তাদের সাথে বৈঠক করে বাংলাদেশি শিক্ষার্থীদের সেদেশে ফেরার ব্যবস্থা করার কথা জানিয়েছেন। আগামী দুই/একদিনের মধ্যে শিক্ষার্থীরা চীনের ভিসা পাবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে দুই দেশের নানা বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন চীনে ফিরতে পারবেন। আগামী দুই-একদিনের মধ্যেই তাদের ভিসা দেওয়া শুরু হবে।
Discussion about this post