নিজস্ব প্রতিবেদক
সরকারি কলেজ, মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর অর্গানোগ্রাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বর্তমান ও ভবিষ্যৎ জনবল কাঠামো জন্য প্রস্তাবিত অর্গানোগ্রাম চাওয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। আদেশে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে অর্গানোগ্রাম চাওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে পাঠানো অর্গানোগ্রাম তৈরি ও তা পাঠানোর ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর অনুমোদিত বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী অর্গানোগ্রাম এবং ভবিষ্যৎ জনবল কাঠামো’র জন্য প্রস্তাবিত অর্গানোগ্রাম তৈরি করে আগামী ২২ আগস্ট আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে পাঠাতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তাবের দুই কপি এবং নির্ধারিত এক্সেল ফরমেটে প্রতিষ্ঠান প্রধানরা আঞ্চলিক উপপরিচালকদের পাঠাবেন। আঞ্চলিক পরিচালকদের আগামী ২৫ আগস্টের মধ্যে প্রস্তাবিত অর্গানোগ্রাম এবং তথ্যাদি জরুরিভিত্তিতে পাঠাতে অনুরোধ করা হলো।
Discussion about this post