খেলাধূলা ডেস্ক
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর বাকি আছে তিন মাসের কিছু বেশি সময়। কাতারে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিশ্বকাপের ২২তম আসরের। এর মধ্যেই খবর এলো, একদিন এগিয়ে আনা হতে পারে কাতার বিশ্বকাপের সূচি। যা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ফিফা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলে’র প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেনো স্বাগতিক কাতার মাঠে থাকে- তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ওলে’র প্রতিবেদনে।
তবে এই সূচিতে স্বাগতিক কাতারের ম্যাচের আগে রাখা হয়েছে সেনেগাল-নেদারল্যান্ডস ও ইংল্যান্ড-ইরান ম্যাচ। ইকুয়েডেরের বিপক্ষে কাতারের ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যায় সাতটায় শুরু কথা বলা হয়েছে। অন্যদিকে সেনেগাল-নেদারল্যান্ডস দুপুর ১টা ও ইংল্যান্ড-ইরান ম্যাচের সূচি দেওয়া বিকেল ৪টায়।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে চলে আসা রীতি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে স্বাগতিক দেশ। এ রীতি চলমান রাখতেই এখন বিশ্বকাপের সূচি এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। কেননা স্বাগতিক দেশ কাতারের আগে রাখা হয়েছে অন্য দুইটি ম্যাচ।
নতুন সূচিতে একদিন এগিয়ে ২০ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করা হবে। এরপর নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচটি হবে পরদিন বেলা ১১টায়। বিশ্বকাপের বাকি ম্যাচের সূচি অপরিবর্তিতই রাখা হবে বলে জানাচ্ছে দিয়ারিও ওলে।
Discussion about this post