প্রতি বছরই দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তবে পর্যাপ্ত আসন না থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে ভর্তি ২০২২ এর মাধ্যমে তাদের ভর্তির সুযোগ দেয়া হয়। এ প্রক্রিয়ায় একজন ভর্তিচ্ছু প্রাথমিক আবেদনে ভর্তির সযোগ না পেলেও বিকল্প সুযোগ পায়।
যেসব শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন সুযোগ না পেয়ে হতাশ, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রিলিজ স্লিপকে শেষ সুযোগ বলা যায়। প্রতি বছরই দুটি ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপে ভর্তি নেওয় হয়। এগুলো হচ্ছে ১ম রিলিজ স্লিপ এবং ২য় রিলিজ স্লিপ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে প্রাথমিক আবেদন করতে হয়। এ আবেদনে সুযোগ না পেলে তিনি ১ম রিলিজ স্লিপ পূরণ করতে পারবেন। ১ম রিলিজ স্লিপেও ভর্তির সুযোগ না পেলে সবশেষে ২য় রিলিজ স্লিপ পূরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম_রিলিজ_স্লিপের অনলাইন আবেদন আগামী ১৬/০৮/২০২২ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ২৫/০৮/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। শিক্ষার্থী বন্ধুদের মনে এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তাই জানিয়ে দিলাম বেশ কিছু প্রশ্নের উত্তর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় দেশজুড়ে লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন। তবে সীমিত আসন সংখ্যা এবং মেধা তালিকায় পিছিয়ে পড়ায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ভর্তির জন্য সুযোগ পান না। কিন্তু প্রাথমিক এ আবেদনে ভর্তির সুযোগ না পেলেও জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সুযোগ অবশিষ্ট রাখে। এ সুযোগটিই মূত রিলিজ স্লিপ।
প্রাথমিক আবেদনে যেসব শিক্ষার্থীরা ১ম ও ২য় মেধা তালিকায় ভর্তির সুযোগ পান না, তাদের রিলিজ স্লিপের মাধ্যমে ভিন্ন প্রক্রিয়ায় আবেদন করতে বলা হয়। এ প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী তার জেলা অনুযায়ী ৫ টি কলেজ পছন্দ করতে পারে। ফলে যখন রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হয়, তখন এই ফলাফলে জানিয়ে দেওয়া হয় উক্ত শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
- মেধা তালিকায় স্থান পাননি
- মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি
- মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন
উল্লিখিত শর্তের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান পেতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
- ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ: (আগামী ১৬/০৮/২০২২ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ২৫/০৮/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। )
- রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
- এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে।
- আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।
- এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে।
- আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না ও কোন ফি প্রদান করতে
হবে না । - সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
রিলিজ স্লিপে আবেদনের সতর্কতা
- প্রথমত, আপনি ভর্তির প্রাথমিক আবেদন করলে তবেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তাছাড়া নয়।
- আপনি কি রিলিজ স্লিপে খুব জনপ্রিয় কোন কলেজ পছন্দ করছেন? তবে অবশ্যই আপনার মোট জিপিএ-র দিকে খেয়াল রাখুন। প্রাথমিক আবেদনে যেমন ভাল জিপিএ ছাড়া ভর্তির সুযোগ পাওয়া যায় না, একইভাবে রিলিজ স্লিপেও জিপিএ কম থাকলে জনপ্রিয় কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
- ফরম পূরণের পূর্বেই নিশ্চিত করুন যে আপনি আপনার সাবজেক্ট পরিবর্তন করবেন কিনা? যদি সাবজেক্ট পরিবর্তনের ইচ্ছে থাকে তাহলে আবেদনের পূর্বেই করে নিন।
- আপনার নিজ জেলায় হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজ রয়েছে। কিন্তু লক্ষ্য রাখুন, রিলিজ স্লিপে যে ৫ টি কলেজ দেবেন সেখানে আসন খালি আছে কিনা।
- যেহেতু আপনি মোট ৫ টি কলেজ পছন্দের সুযোগ পাবেন, তাই ৫টির সবগুলো কলেজই ধারাবাহিকভাবে উল্লেখ করুন। এতে করে কোন কারণে প্রথম কলেজে সুযোগ না পেলেও ধারাবাহিকতার ভিত্তিতে পরবর্তী কলেজগুলোতে সুযোগ পাবেন।
- আপনার পছন্দের কলেজগুলো উপজেলা পর্যায়েও হতে পারে। আপনি একটি কলেজে ভর্তি হলেন তো আগামী ৪ বছর উক্ত কলেজেই পড়তে হবে। তাই যাতায়াতের বিষয়টি খেয়াল রাখুন।
আরও কিছু প্রশ্নোত্তর
: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫টা কলেজ চয়েস দেওয়া যাবে। আবার চাইলে সব গুলো সরকারি অথবা বেসরকারি কলেজ দিতে পারবে…
Discussion about this post