নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
বিজ্ঞান ইউনিটের ফলের বিষয়ে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুস সামাদ গণমাধ্যমকে বলেন, সময় অপচয় না করে দ্রুত নতুন শিক্ষাবর্ষের শ্রেণী পাঠদান শুরুর লক্ষ্যে আমরা কাজ করছি। সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে।বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সর্বোপরি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অনুযায়ী আসন
ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি। সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫টি।
সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৫৯০টি।
Discussion about this post