নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত বি ইউনিটের ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) ফল প্রকাশ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বি ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ করা হয়। আজ সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে আজই ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামীকাল মঙ্গলবার ফল প্রকাশ করা হবে।
ফলাফল তৈরির সাথে সম্পৃক্ত এক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক বলেন, আমাদের ফল তৈরির কাজ শেষ। এটি পুনরায় দেখা হচ্ছে। যেন কোন ভুল না থাকে। সবকিছু ঠিক থাকলে আজই ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে আজ ফল প্রকাশ করা সম্ভব না হলে সেটি আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট সারা দেশের ২৯টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৯৫ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন।
Discussion about this post