অনলাইন ডেস্ক
দুই দশকে সংগীত পরিচালক হিসেবে সংখ্যায় এবং সফলতায় সবচেয়ে এগিয়ে তিনি। চলচ্চিত্র আর অডিও- দুটো মাধ্যমেই সমান সচল। শুধু গাওয়াতে নয়, গাইতেও পছন্দ করেন। তবে সেটা একেবারেই শখ করে, সংখ্যায় হাতেগোনা।
শওকত আলী ইমন সম্পর্কে নতুন করে পুরনো কথাগুলো তোলার কারণ- লম্বা সময় পেরিয়ে তিনি আবারও গাইলেন। সেটিও আসলে মূল সংবাদ নয়। তিনি জানালেন, এবারই প্রথম কোনও একক গান গাইলেন অন্যের সুর-সংগীতে।
‘কফির পেয়ালা’ নামের বিশেষ এই গানটি অন্তর্জালে উন্মুক্ত হলো গতকাল, ২১ এপ্রিল। আশিক মাহমুদের কথায় প্রেমময় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গৃহবন্দী এই করোনাকালে যে গানটি শ্রোতাদের এনে দিতে পারে খানিক মুক্তির স্বাদ!
শওকত আলী ইমন বলেন, ‘আমি গাওয়ার চেয়ে গাওয়াতে বেশি পছন্দ করি। কারণ, কণ্ঠশিল্পী হওয়ার চিন্তা মাথায় ছিলোনা কখনোই। আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ক’দিন আগে আমার স্নেহভাজন আকাশ খুব করে ধরলো ওর সুরে একটা গান গেয়ে দিতে। ভাবলাম হোম কোয়ারেন্টিনে আছি। হাতেও কাজের চাপ কম। গানটাও শুনে দেখলাম খুব সুন্দর। গেয়ে ফেললাম। গাওয়ার পর মনে হলো, প্রথম কোনও সিঙ্গেলস অন্যের সুরে গাইলাম! করোনাকাল না এলে, এটাও হয়তো মিস করতাম।’
Discussion about this post