নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ৩টায় একটি সভা আয়োজন করেছে গুচ্ছ কমিটি। এ সভা থেকে ফলাফল প্রকাশিত হবে।
সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অধ্যাপক নাছিম আখতার বলেন, গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশের কাজ শেষ। তবে এটি পুনরায় দেখা হচ্ছে। যেন কোন ভুল না থাকে। আগামীকাল মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা তাদের আইডি লগইন করে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।
এর আগে, গত (১৩ আগস্ট) শনিবার গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।
Discussion about this post