নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির ‘সি’ ইউনিটের সাক্ষাৎকারের গ্রুপভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ আগস্ট (সোমবার) থেকে এই সাক্ষাৎকার শুরু হবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি ২০২১-২২ এর আহ্বায়ক প্রফেসর ড. মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) সি ইউনিট ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নোলিখিত ক্রমিক নম্বরের ক্রম অনুসারে নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের পুরাতন কলা ভবনে আগামী ২২ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান গ্রুপ (ছাত্র) বোর্ড-১, মানবিক গ্রুপ (ছাত্র) বোর্ড-২, বাণিজ্য গ্রুপ (ছাত্র) বোর্ড-৩ অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
এদিকে আগামী ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের পুরাতন কলা ভবনে আগামী ২৩ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান গ্রুপ (ছাত্র) বোর্ড-১, মানবিক গ্রুপ (ছাত্র) বোর্ড-২, বাণিজ্য গ্রুপ (ছাত্র) বোর্ড-৩ অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে বিজ্ঞান গ্রুপ (ছাত্রী) বোর্ড-১, মানবিক গ্রুপ (ছাত্রী) বোর্ড-২, বাণিজ্য গ্রুপ (ছাত্রী) বোর্ড-৩ এর সাক্ষাৎকার আগামী ২৪ আগস্ট (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের পুরাতন কলা ভবনে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের পুরাতন কলা ভবনে বিজ্ঞান গ্রুপ (ছাত্রী) বোর্ড-১, মানবিক গ্রুপ (ছাত্রী) বোর্ড-২, বাণিজ্য গ্রুপ (ছাত্রী) বোর্ড-৩ অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘উল্লিখিত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট তারিখে কলা ও মানবিকী অনুষদের (সি-ইউনিটে) নির্দিষ্ট বোর্ডে উপস্থিত থাকাতে হবে। সাক্ষাৎকার গ্রহণের সময় উপস্থিতি শিটে ছাত্র-ছাত্রীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে। কোনো কারণে উপস্থিতি শিটে স্বাক্ষর না করিলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। সাক্ষাৎকার গ্রহণের সময় ছাত্র-ছাত্রীদের অনলাইনে পূরণকৃত পছন্দক্রম অবশ্যই জমা দিতে হবে।’
জাবির ‘সি’ ইউনিটের সাক্ষাৎকারের ২২ আগস্টের সময়সূচি দেখুন এখানে
জাবির ‘সি’ ইউনিটের সাক্ষাৎকারের ২৩ আগস্টের সময়সূচি দেখুন এখানে
জাবির ‘সি’ ইউনিটের সাক্ষাৎকারের ২৪ আগস্টের সময়সূচি দেখুন এখানে
জাবির ‘সি’ ইউনিটের সাক্ষাৎকারের ২৫ আগস্টের সময়সূচি দেখুন এখানে
Discussion about this post