নিজস্ব প্রতিবেদক
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছরই রাখার দাবিতে সারাদেশে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। পরিষদের যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন সরকারি পলিটেকনিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও ক্যাম্পাসে সমাবেশ করে। এ সময় ৪ বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করা সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
সম্প্রতি ঢাকা পলিটেকনিকে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৪ বছরের পরিবর্তে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের কথা বলেন। পরের দিন জাতীয় প্রেস ক্লাবে তিনি একই বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন। মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে সারাদেশের সব ডিপ্লোমা পলিকেটনিক্যাল কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সারাদেশে একযোগে প্রায় সবগুলো পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
ময়মনসিংহ পলিটেকনিক শিক্ষার্থীরা এদিন দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর মাসকান্দা থেকে চরপাড়া মোড় হয়ে পলিটেকনিকের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
Discussion about this post