নিজস্ব প্রতিবেদক
জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় মেডিকেল কলেজগুলোতে বাড়ছে না কোনো সাপ্তাহিক ছুটি। পূর্বের মতোই দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে এক দিন ছুটির বিধানই চালু থাকবে।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত, সেজন্য আগের মতোই চলবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটি একদিন ছুটি বলবৎ থাকবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানে দুই দিন সাপ্তাহিক ছুটি প্রযোজ্য হবে না। সচিব মহোদয় আমাকে এমন তথ্যই দিয়েছেন।’
স্বাস্থ্য শিক্ষার ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, ‘মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দই ক্লাসের পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন, সেহেতু দুই দিন ছুটি হলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সে কারণে সাপ্তাহিক ছুটি এক দিনই থাকছে।’
এর আগে সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ছে।
তিনি বলেন, কবে থেকে তা কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুতই প্রজ্ঞাপন দেবে।
এর পর থেকে মেডিকেলে সপ্তাহে দুই দিন ছুটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
Discussion about this post