নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালিয় (ঢাবি)। মঙ্গলবার (২৩ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। তাই বন্ধের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে আমরা অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুইদিন ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার ঢাবি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) সময় সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার উইকেন্ড প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাসমূহ সকাল ৮ টা থেকে বিকেল ৩ টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post